| |
               

মূল পাতা জাতীয় ‘বায়ুদূষণে শীর্ষে পাকিস্তানের করাচি, ঢাকার অবস্থান সপ্তম’


‘বায়ুদূষণে শীর্ষে পাকিস্তানের করাচি, ঢাকার অবস্থান সপ্তম’


রহমত নিউজ ডেস্ক     19 November, 2023     09:32 AM    


বিশ্বের দুষিত বায়ুর শহরগুলোর তালিকায় প্রথম ও দ্বিতীয় স্থানে ছিল পাকিস্তানের দুই শহর করাচি ও  লাহোর। শহর দুটির স্কোর যথাক্রমে ২৭৮ ও ২৫১। অন্যদিকে, বায়ুদূষণে রাজধানীর  ঢাকার অবস্থান সপ্তম। ঢাকার স্কোর ১৭১ অর্থাৎ রাজধানীর বায়ুর মান অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

রবিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টা বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়। রাজধানী ঢাকার বায়ুর মান দুর্যোগপূর্ণ ছিল চলতি বছরের জানুয়ারিতে, যা গত সাত বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।